সেন্টমার্টিনের ৪০০ পরিবারকে ঈদ উপহার দিল নৌবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের স্থানীয় ৪০০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার (১৭ জুলাই) কমান্ডার বিএন ফ্লিটের অধীনে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ এসব ঈদ উপহার বিতরণ করে।
এ ঈদ উপহারের মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও শিশুদের পোশাক। পাশাপাশি খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে সেমাই, চিনি ও গুঁড়ো দুধ দেয়া হয়।
দেশের করোনাভাইরাস সংক্রমণের পর থেকে পরিস্থিতি মোকাবিলায় প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত কাজ করে যাচ্ছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে নৌবাহিনী কর্তৃপক্ষ।