আফগানিস্তানে জাতিসংঘের কম্পাউন্ডে হামলা - Southeast Asia Journal

আফগানিস্তানে জাতিসংঘের কম্পাউন্ডে হামলা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আফগানিস্তানের হেরাতে জাতিসংঘের কম্পাউন্ডে হামলা চালানো হয়েছে। এতে একজন পুলিশ গার্ড নিহত হয়েছেন। পশ্চিমাঞ্চলীয় শহরটির উপকণ্ঠে সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে তীব্র লড়াইয়ের প্রেক্ষাপটে জাতিসংঘ কম্পাউন্ডে এই হামলা চালানো হলো।

ইউনাইটেড নেশন্স এসিসট্যান্স মিশন ইন আফগানিস্তান (ইউএনএএমএ) এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার হেরাত নগরীর উপকণ্ঠে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে তুমুল লড়াইয়ের কারণে অনেক পরিবার পালাতে বাধ্য হয়েছে। সংঘর্ষকালে হেরাতের জাতিসংঘ কম্পাউন্ডে রকেট চালিত গ্রেনেড ও বন্দুক হামলা হয়।

এ হামলার নিন্দা জানিয়েছেন আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি দেবোরাহ লিয়ন্স। তিনি বলেন, হামলাকারীদের চিহিৃত করে, অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।

যুক্তরাষ্ট্রও এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক বিবৃতিতে আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা আবার দ্রুত শুরুর আহ্বান জানান।