নোয়াখালী স্বাস্থ্য বিভাগে অক্সিজেন-চিকিৎসা সামগ্রী দিল সেনাবাহিনী - Southeast Asia Journal

নোয়াখালী স্বাস্থ্য বিভাগে অক্সিজেন-চিকিৎসা সামগ্রী দিল সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নোয়াখালীর সংক্রমিত করোনা রোগীদের সেবায় ১০টি অক্সিজেন সিলিন্ডার ও করোনার চিকিৎসা সামগ্রী প্রদান করেছে সেনাবাহিনী।

রোববার (১ আগস্ট) দুপুরে এক অনুষ্ঠানে জেলা প্রশাসকের হাতে এসব সামগ্রী তুলে দেন সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন।

তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। সবাইকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি সামাজিক দূরত্ব, মাস্ক পরা এবং বিধিনিষেধ মানাতে সচেতনতা বাড়ানোর আহবান জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার মো. শাহীন ইকবাল, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, চৌমুহনী পৌর মেয়র খালেদ সাইফুল্যাহ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।