যুক্তরাষ্ট্রের আফগান মিশন কাতারে স্থানান্তর - Southeast Asia Journal

যুক্তরাষ্ট্রের আফগান মিশন কাতারে স্থানান্তর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আফগানিস্তানে কূটনৈতিক উপস্থিতি বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এখন কাতার থেকে যুক্তরাষ্ট্রের আফগানিস্তান মিশন পরিচালিত হবে। সোমবার সর্বশেষ মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এমন ঘোষণা দিয়েছেন।

ব্লিংকেন জানিয়েছেন, ওয়াশিংটন কাতারের রাজধানী দোহা থেকে আফগানিস্তানের কূটনীতিক মিশন পরিচালনা করবে; যার মধ্যে রয়েছে কনস্যুলার সেবা ও মানবিক সহায়তা। আফগানিস্তানে মার্কিন মিশনের ডেপুটি চিফ ইয়ান ম্যাককারির নেতৃত্ব একটি দল এই সেবা দেবে।

তবে আফগানিস্তান থেকে আমেরিকানসহ আফগান সহযোগীদের সরিয়ে আনার প্রক্রিয়া জারি রাখতে ওয়াশিংটন আফগানিস্তানের নতুন শাসক তালেবানকে চাপ দিয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, আফগানিস্তানে এখনো ২০০ আমেরিকান রয়ে গেছেন।

যুক্তরাষ্ট্রের শেষ বিমানে সর্বশেষ মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ার দিন সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দিলেন। যুক্তরাষ্ট্রের উদ্ধার কার্যক্রম বন্ধ ও সেনা প্রত্যাহারে যেসব আফগান যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সহযোগী ছিলেন তারা দেশত্যাগের সবশেষ সুযোগও পেলেন না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‌‘আফগানিস্তানের সাথে মার্কিন সম্পৃক্ততার নতুন অধ্যায় শুরু হয়েছে। এটা এমন এক অধ্যায়, যেখানে আমরা আমাদের কূটনীতি দিয়ে নেতৃত্ব দেব। আমরা আমেরিকান, বিদেশি নাগরিক ও আফগানদের আফগানিস্তান ত্যাগ করতে সাহায্য করার জন্য আমাদের নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব, যদি তারা সেটা চায়। তাদেরকে সব ধরনের সহযোগিতা করা হবে আমাদের পক্ষ থেকে।’

তিনি বলেছেন, এখনো একশ’র বেশি আমেরিকান আফগানিস্তানে রয়ে গেছেন; যারা আফগানিস্তান ছাড়তে চেয়েছিলেন। আমেরিকানদের এই সংখ্যাটা প্রকৃতপক্ষে কত আমরা তা জানার চেষ্টা করছি। ইতোমধ্যে ছয় হাজারের বেশি আমেরিকানকে সরিয়ে নেওয়া হয়েছে।