দুর্যোগ ঝুঁকিতে আফ্রিকার ১০ কোটি মানুষ
 
নিউজ ডেস্ক
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভয়াবহ দুর্যোগ ঝুঁকিতে আছে আফ্রিকার ১০ কোটির বেশি মানুষ। আগামী দুই দশকের মধ্যে মহাদেশটির কয়েকটি হিমবাহ গলে যেতে পারে বলে ধারণা আবহাওয়াবিদদের। মঙ্গলবার জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জলবায়ু পরিবর্তনের কারণে বেড়েই চলেছে আফ্রিকা মহাদেশের উষ্ণতা। দেখা দিচ্ছে নানা প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা। আফ্রিকার ১০ কোটির বেশি মানুষ ভয়াবহ বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বিশ্ব আবহাওয়া সংস্থার প্রতিবেদনে আফ্রিকায় জলবায়ু পরিবর্তনের এ ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি বলছে, আফ্রিকা মহাদেশের ৫৪টি দেশ, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ করে ৪ শতাংশেরও কম। তারপরও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতির শিকার আফ্রিকা।
এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ২০৩০ সালের মধ্যে আফ্রিকার প্রায় ১২ কোটি দরিদ্র মানুষ খরা, বন্যা এবং দাবদাহের মতো বিপর্যয়ের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সালের মধ্যে সাব-সাহারান আফ্রিকার মোট দেশীয় উৎপাদন ৩ শতাংশ পর্যন্ত নেমে আসতে পারে। এছাড়াও উষ্ণতা বাড়ায় মহাদেশের হিমবাহগুলো ২০৪০ সালের মধ্যে গলে যেতে পারে বলেও আশঙ্কা তাদের।
বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব জানিয়েছেন, গত বছরের চেয়ে এ বছর বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় আফ্রিকায় তাপমাত্রা বৃদ্ধি এবং স্থলভাগের পানির উৎসগুলো দ্রুত শুকিয়ে আসছে। এছাড়াও মারাত্মকভাবে দেখা দিয়েছে বন্যা, ভূমিধস, খরা।
