তুরস্কে ১০ রাষ্ট্রদূতকে অবাঞ্চিত ঘোষণা - Southeast Asia Journal

তুরস্কে ১০ রাষ্ট্রদূতকে অবাঞ্চিত ঘোষণা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রসহ একযোগে ১০ রাষ্ট্রদূতকে অবাঞ্চিত ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সরকারবিরোধী নেতা ও কারাবন্দি ব্যবসায়ী ওসমান কাভালার মুক্তির দাবি তোলায় তাদের বিরুদ্ধে এমন কড়া পদক্ষেপ নিয়েছেন তিনি।

তবে, তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোন বার্তা দেয়া হয়নি বলে জানিয়েছে জার্মানি।

২০১৭ সাল থেকে কারাগারে বন্দি আছেন ব্যবসায়ী ও সমাজসেবী ওসমান কাভালা। তার বিরুদ্ধে ২০১৩ সালে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকা ও ২০১৬ সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে আর্থিক মদদের অভিযোগ এনেছে এরদোয়াঁ সরকার। অভিযোগ প্রমাণ না হলেও ৪ বছর ধরে কারাগারে ৬৪ বছর বয়সী কাভালা।

কাভালার মুক্তির দাবিতে ১৮ অক্টোবর যৌথ বিবৃতি দেন আঙ্কারায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, জার্মানি, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূত। তাদের দাবি, ইচ্ছাকৃতভাবে বিচারপ্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে। বিচারব্যবস্থার স্বচ্ছতা, গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি তুরস্ক শ্রদ্ধাশীল কিনা, তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

বিবৃতি দেয়ার দায়ে, এই ১০ জন রাষ্ট্রদূতকে যত তাড়াতাড়ি সম্ভব পারসোনা নন গ্রাটা বা অবাঞ্চিত ঘোষণার নির্দেশ দেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়াঁ।

কাভালা ছাড়া তাদের মুখ আর কোন কথা নেই। তারা এতোটাই নির্লজ্জ যে, একটি দেশের সরকার কী করবে সে বিষয়ে তারা নির্দেশনা দেয়। তাদেরকে বুঝতে হবে, এটা তুরস্ক। হয় তারা এই দেশের নিয়ম বুঝবে, নয়তো বেরিয়ে যাবে বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

এর আগে, মঙ্গলবার ১০ রাষ্ট্রদূতকে তলব করে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে তাদের আচরণ দায়িত্বজ্ঞানহীন বলে সাফ জানিয়ে দেয়া হয়।