জলবায়ু সম্মেলনের সময় বাড়লো - Southeast Asia Journal

জলবায়ু সম্মেলনের সময় বাড়লো

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু বিষয়ক সম্মেলন কপ-টুয়েন্টি সিক্স গড়িয়েছে অতিরিক্ত সময়ে। শুক্রবার এই আয়োজন শেষ হওয়ার কথা থাকলেও বেশকিছু চুক্তিতে এখনো আলোচনা চলছে বিশ্বনেতাদের মাঝে।

জাতিসংঘের এই জলবায়ু পরিবর্তন বিষয়ক বার্ষিক সম্মেলন শুক্রবার শেষ হওয়ার কথা ছিল; কিন্তুু কোনো ঘোষণা বা চুক্তি চূড়ান্ত না হওয়ায় আয়োজন আরো একদিন বাড়ানো হয়েছে।

আলোচনার বিষয়ের মধ্যে রয়েছে কয়লা ও অন্যান্য জীবাশ্ম জ্বালানির জন্য ভর্তুকি প্রদান এবং দরিদ্র দেশগুলোতে আর্থিক সহায়তা প্রদান।

কয়লা ও অন্যান্য জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের প্রস্তাব দেয়া হলে, তাতে আপত্তি জানায় অনেক দেশ।

এছাড়া সম্মেলনে অংশ নেয়া বেশিরভাগ দেশই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ করার চুক্তিতে স্বাক্ষর করেছে।

বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক তাপমাত্রা প্রাক-শিল্পায়ন যুগের চেয়ে দেড় ডিগ্রি সেলসিয়াস বেশির মধ্যে সীমাবদ্ধ রাখা গেলে জলবায়ু পরিবর্তনের বিপজ্জনক প্রভাব এড়ানো যাবে। প্যারিস জলবায়ু চুক্তিতে এ লক্ষ্য অর্জনে বেশিরভাগ দেশ প্রতিশ্রুতিও দিয়েছিল।

লক্ষ্য অর্জনে ২০৩০ সালের মধ্যে বিশ্বের কার্বন নিঃসরণ ৪৫ শতাংশ কমানো, আর ২০৫০ সালের মধ্যে মোটামুটি শূন্যের কাছাকাছি নিয়ে আসা দরকার।

শুক্রবার কপ২৬ এ যে চুক্তির খসড়া প্রকাশিত হয়েছে তাতে কয়লা ও অন্যান্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে প্রতিশ্রুতির ব্যাপারে জোরাল বক্তব্য নেই বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

পরিবেশকর্মীরাও চুক্তির এ খসড়ার তুমুল সমালোচনা করেছেন; তবে অনেকেই বলছেন, জাতিসংঘের এ ধরনের কোনো নথিতে কয়লার কথা এভাবে আগে কখনোই আসেনি, জলবায়ু বিষয়ক সম্মেলনে এই অগ্রগতিও কম নয়।

কপ-টুয়েন্টি সিক্সের প্রেসিডেন্ট আলোক শর্মা জানিয়েছেন, আজ বিকেলের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।