ভারতে বন্যায় ১৭ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক
 
নিউজ ডেস্ক
ভারতের অন্ধ্র প্রদেশে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছে আরো শতাধিক। এছাড়াও ঐতিহ্যবাহী তিরুপতি মন্দিরে আটকা পড়েছেন অনেক তীর্থযাত্রী।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে বিপদসীমার ওপর দিয়ে বইছে স্বর্ণমুখী এবং ছেউরু নদীর পানি। রাজ্যের ৪টি শহর ২০ সেন্টিমিটার পানির নিচে তলিয়ে গেছে।
এনডিটিভির প্রতিবেদন থকে জানা যায়, তিরুপতির উপকণ্ঠে স্বর্ণমুখী নদীর পানি স্থলভাগে ঢুকে পড়েছে। এ ছাড়া ওই এলাকার জলাধারগুলোও বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ওই এলাকায় অনেকে পানিবন্দী হয়ে পড়েছেন।
এছাড়াও অন্ধ্র প্রদেশ রাজ্য সরকারের মালিকানাধীন তিনটি বাস বন্যার পানিতে তলিয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে জাতীয় ও রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কয়েকটি দল ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। পুরোদমে চলছে উদ্ধার তৎপরতা।
সবচেয়ে খারাপ পরিস্থিতি রায়ালাসিমা অঞ্চলের। ২৫ নভেম্বর পর্যন্ত কাদাপা বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনটি বাস পানিতে চলিয়ে গেলে নিখোঁজ হন ১২ জন।
পার্শ্ববর্তী অনন্তপুরম জেলায় ভেলদুরথি গ্রামে বন্যার পানিতে আটকে পড়া ১০ ব্যক্তিকে উদ্ধার করেছেন ভারতীয় বিমানবাহিনীর সদস্যরা। নির্মাণকাজে ব্যবহৃত একটি খননযন্ত্রের ভেতর আটকে পড়েছিলেন তাঁরা।
পরে বিমানবাহিনীর সদস্যরা এমআই ১৭ হেলিকপ্টার ব্যবহার করে তাঁদের উদ্ধার করেন। অনন্তপুরম জেলা প্রশাসক ভারতীয় বিমানবাহিনীর কাছে সহায়তার আবেদন জানালে সফলভাবে সে উদ্ধারকাজ সম্পন্ন হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর ও দমকল বাহিনী উদ্ধারকাজে নিয়োজিত আছে। এছাড়া উদ্ধারকাজে যোগ দিয়েছে ভারতীয় বিমানবাহিনী। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট এবং বেশ কিছু বাড়িঘর। মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এছাড়াও কাড়াপা জেলায় ৩৩টি ত্রাণশিবির খোলা হয়েছে। সেখানে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ১ হাজার ২০০ মানুষকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্যা পরিস্থিতি নিয়ে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। আজ শনিবার মুখ্যমন্ত্রী উড়োজাহাজে করে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে যাবেন বলে জানিয়েছে তাঁর কার্যালয়।
