সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের ঘাঁটিতে আল-শাবাবের হামলা
![]()
নিউজ ডেস্ক
সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসলামপন্থি সংগঠন আল-শাবাব। আফ্রিকান ইউনিয়ন (এইউ)।
গত ২৬ মে শুক্রবার এ তথ্য জানালেও হতাহতের কোনও ঘটনা উল্লেখ করেনি।
আল কায়েদা-সংশ্লিষ্ট সংগঠনটি ১৫ বছরেরও বেশি সময় ধরে আফ্রিকার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে।
এটিএমআইএস নামে পরিচিত এইউ বাহিনীর ফেসবুক এবং টুইটারে বলা হয়, রাজধানী মোগাদিশুর ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে বুলো মারের সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে আল-শাবাব।
বিস্তারিত বর্ণনা না দিয়ে এতে বলা হয়, এটিএমআইএস বাহিনী এখন নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করছে।
এটিএমআইএস এবং মার্কিন বিমান হামলার সহায়তায় সেনাবাহিনী এবং মিলিশিয়ারা সাম্প্রতিক মাসগুলোতে সোমালিয়ার কেন্দ্রস্থলের কিছু অংশ পুনরুদ্ধার করেছে।যদিও জঙ্গিরা বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে।
গত বছর হামলা শুরু হওয়ার পর থেকে সবচেয়ে মারাত্মক ঘটনা ঘটে অক্টোবরে। মোগাদিশুতে শিক্ষা মন্ত্রণালয়ে দুটি গাড়িতে বোমা হামলায় অন্তত ১২১ জন নিহত হয়েছিল।