সীমান্তে হ্যান্ডকাফসহ পালিয়ে গেল মাদক মামলার আসামি
নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এরপর তিনদিন পেরিয়ে গেলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রোববার (২৮ মে) চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২৪ মে) রাতে সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি চর এলাকায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিয়ে অভিযানে গিয়ে এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি জেলেপাড়ার নাজিবুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৮)।
জানা যায়, বুধবার রাতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মাসুদকে বিজিবির সহায়তায় গ্রেপ্তার করা হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিয়ে আসার পর গ্রেপ্তারকৃত মাসুদের মোবাইলে হেরোইনের ছবি দেখা যায়। এ সময় তাকে সঙ্গে নিয়ে দুর্গম চরাঞ্চল আলাতুলি ইউনিয়নের কোদালকাটি এলাকায় অভিযানে যায় পুলিশের একটি বিশেষ টিম। অভিযানে গিয়ে গ্রেপ্তার আসামির দেখানো মতে এক কেজি ৮২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এদিকে ফেরার পথে পুলিশ সদস্যদের ফাঁকি দিয়ে মাসুদ হ্যান্ডকাফ নিয়েই দৌড়ে অন্ধকারে পালিয়ে যান। এ সময় অভিযানে ছিলেন উপপরিদর্শক (এসআই) মাহবুব, জালাল উদ্দীন, নাসির উদ্দীন, সহকারী উপপরিদর্শক (এএসআই) নয়ন কৃষ্ণ হোড়, আব্দুল কাদেরসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য।
পুলিশ জানায়, মাসুদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তাররি পরোয়ানা ছিল। তার বাবা নাজিবুল ইসলামও মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তিনি এখন ভারতে আত্মগোপনে আছেন।
থানা পুলিশের একটি সূত্র জানান, শুক্রবার সকাল পর্যন্ত মাসুদ সীমান্ত এলাকাতেই অবস্থান করছিল। এ সময় তার হাতে হ্যান্ডকাফ ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে হ্যান্ডকাফ কেটে স্থান পরিবর্তন করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, মাসুদকে গ্রেপ্তারের পর মাদকের একটি বড় চালানের সন্ধান পাওয়া যায়। একই দিন রাতে তাকে নিয়ে মাদক উদ্ধারে যায় পুলিশের একটি টিম। বজ্রপাত ও বৃষ্টির সময় আসামি পুলিশের কাছ থেকে পালিয়ে যায়।