ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের সহিংসতায় নারীসহ নিহত ৯
নিউজ ডেস্ক
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর গত ২৪ ঘণ্টায় এক নারীসহ ৯ জন নিহত হয়েছে। সেনাবাহিনী বলছে খামেনলোক এলাকায় গভীর রাতে গুলি চালানোর ঘটনায় এই মৃত্যু হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য মণিপুরের রাজধানী ইম্ফলে নিয়ে যাওয়া হয়েছে। সহিংসতায় নিহতদের মধ্যে কয়েকজনের শরীরে কাটা দাগ এবং একাধিক বুলেটের আঘাত রয়েছে।
মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষের জেরে রাজ্যটিতে এক মাসেরও বেশি সময় ধরে উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করছে। নতুন করে সহিংসতার এ ঘটনাকে রাজ্যের শান্তি পুনরুদ্ধারের প্রচেষ্টার ওপর আঘাত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের দাবি, তাদের মণিপুরের অন্যান্য উপজাতিদের মতোই সংরক্ষণ দিতে হবে। কারণ হিসেবে তারা বলছে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের সংরক্ষণের সুবিধা না থাকায় তারা পিছিয়ে পড়ছে এবং এগিয়ে যাচ্ছে উপজাতি সমাজ।
অন্যদিকে মেইতেইদের এ স্বীকৃতি দিলে মণিপুরের প্রকৃত আদিবাসীদের অধিকার ক্ষুণ্ণ হবে বলে দাবি কুকিদের।
গত ১৪ এপ্রিল মণিপুরের হাইকোর্ট মেইতেইদের এই দাবি খতিয়ে দেখতে সরকারকে নির্দেশ দেয়। এর পরপরই মনিপুরজুড়ে বিক্ষোভ শুরু হয়। যা শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নেয়।
চলমান এ সহিংসতায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। বহু ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে এবং হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।