গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে সাবেক সেনা সদস্য নিহত

নিউজ ডেস্ক
গোপালগঞ্জের কাশিয়ানীতে হাজি ও মাস্টার গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল আনসার চৌধুরী (৫৫) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের।
সোমবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ১৯ জন। আহতদের মধ্যে ৬ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নিহত আনসার চৌধুরী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের আলী চৌধুরীর ছেলে।
নিহতের স্বজনরা জানায়, রোববার (২৯ অক্টোবর) নিজামকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাজী নওশের আলী প্রতিপক্ষ মোখলেসুল রহমান মাস্টার গ্রুপের শফিক মোল্লার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে পুলিশ দিয়ে হয়রানি করায়। এ ঘটনার পর সোমবার সকালে মাস্টার গ্রুপ ও হাজী গ্রুপের মধ্যে নিজামকান্দি বাজারে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আনসার চৌধুরীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। গুরুতর আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনসার চৌধুরীকে মৃত ঘোষণা করেন। নিহত আনসার চৌধুরীসহ হাসপাতালে চিকিৎসাধীন সবাই মাস্টার গ্রুপের লোক।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার গাজী মো. আশিকুজ্জামান বলেন, ‘সকাল ১০টার দিকে নিজামকান্দি থেকে আহত ৭ রোগী আসে। এরমধ্যে আনসার চৌধুরী নামে এক ব্যক্তিকে মৃত পেয়েছি।’
গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’