আফগান সীমান্তে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচ পাকিস্তানি সেনা নিহত

আফগান সীমান্তে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচ পাকিস্তানি সেনা নিহত

আফগান সীমান্তে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচ পাকিস্তানি সেনা নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানের উত্তর-পশ্চিম আফগান সীমান্তে ‘সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে’ পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। সোমবার (২৭ মে) এ ঘটনা ঘটে। পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, খাইবার জেলায় তাদের পাঁচ সেনা নিহত হয়েছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়, ‘উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের উপকণ্ঠে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে নিহত সেনাদের মধ্যে একজন অফিসারও রয়েছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আফগান সীমান্তের কাছে উত্তর-পশ্চিম পাকিস্তানে তাদের গোপন আস্তানায় তিনটি গোয়েন্দা-ভিত্তিক অভিযানে গত দুই দিনে মোট ২৩ সন্ত্রাসী নিহত হয়েছে।’

নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধেও এসব সন্ত্রাসীরা অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলেও জানানো হয় বিবৃতিতে।

তবে সন্ত্রাসীরা কোন দলের সদস্য, তা শনাক্ত করতে পারেনি পাকিস্তানের সামরিক বাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।