জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়াল মিয়ানমার জান্তা

জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়াল মিয়ানমার জান্তা

জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়াল মিয়ানমার জান্তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের জান্তা সরকার বুধবার জরুরি অবস্থার মেয়াদ ছয় মাস বাড়িয়েছে। এতে জান্তা প্রতিশ্রুতি দিলেও দেশটিতে নতুন নির্বাচন আবারও বিলম্বিত হবে।

সম্প্রচারকারী এমআরটিভির মতে, জান্তা নিযুক্ত ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিলের সব সদস্য ‘সর্বসম্মতভাবে জরুরি অবস্থার মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।’

সেনাবাহিনী ২০২০ সালের নির্বাচনে অযৌক্তিক জালিয়াতির অভিযোগ তুলে ক্ষমতা দখল করে।

ওই নির্বাচনে অং সান সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল ভোটে জয়লাভ করেছিল।
অভ্যুত্থানের বিরুদ্ধে সশস্ত্র বিরোধিতা দমন করতে হিমশিম খাওয়ায় জান্তা একাধিকবার জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে। এই বিরোধিতায় প্রতিষ্ঠিত জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী ও নতুন গণতন্ত্রপন্থী পিপলস ডিফেন্স ফোর্স অন্তর্ভুক্ত।

মিয়ানমারে সেনা প্রণীত ২০০৮ সালের সংবিধান এখনো কার্যকর বলে জান্তা ঘোষণা করেছে।

সেই সংবিধান অনুসারে, জরুরি অবস্থা প্রত্যাহারের ছয় মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করতে হবে।

জাতিসংঘের তথ্যানুযায়ী, অভ্যুত্থানের পর থেকে সামরিক বাহিনী ও এর বিরোধীদের মধ্যে সংঘর্ষের কারণে ২৭ লাখ মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।