মাতারবাড়িতে ১৫ কোটি টাকার তার পাচারের চেষ্টা, এমডি আটক

মাতারবাড়িতে ১৫ কোটি টাকার তার পাচারের চেষ্টা, এমডি আটক

মাতারবাড়িতে ১৫ কোটি টাকার তার পাচারের চেষ্টা, এমডি আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৫ কোটি টাকার বিদ্যুতের তার পাচারকালে সাত জনকে আটক করেছে নৌবাহিনী। শনিবার দিবাগত সারারাত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একই ঘটনায় রবিবার দুপুরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমডি আবুল কালাম আজাদকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে নৌবাহিনীর অভিযানের খবর টের পেয়ে বিদ্যুৎকেন্দ্রের এমডি আবুল কালাম আজাদসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার সকালে পালিয়ে যায়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, মহেশখালী মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র থেকে একটি প্রভাবশালী চক্র বিপুল পরিমাণ বিদ্যুতের তার পাচারের প্রস্তুতি নেয়। একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মহেশখালীতে দায়িত্বরত নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাকিব আহমেদের নেতৃত্বে একটি টিম শনিবার বিকালে বিদ্যুৎকেন্দ্রে অভিযান শুরু করে। বিকাল থেকে রাতভর অভিযান চালিয়ে নৌবাহিনীর সদস্যরা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন বন্দরের ৪নং জেটিঘাট থেকে ১৫ কোটি টাকার তার জব্দ করেন। এসব তার একটি বার্জ জাহাজে করে চারটি কন্টেইনার ভর্তি করে চট্টগ্রামে পাচার করছিল তারা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নৌবাহিনী সাত জনকে আটক করে।

ওসি জানান, নৌবাহিনীর জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, এসব বিদ্যুতের তার চট্টগ্রামের বেসরকারি কোম্পানি ইকবাল মেরিনে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় কেন্দ্রের প্রকল্প পরিচালক ও এমডি আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী সাইফুল ইসলাম এবং প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলফাজ হোসেনও জড়িত। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *