চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির হাতে ভারতীয় যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির হাতে ভারতীয় যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির হাতে ভারতীয় যুবক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নাজির উদ্দীন কর্তিক (২৫) নামে এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে তাকে আটক করা হয় এবং রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান।

আটককৃত নাজির উদ্দীন বিহার রাজ্যের কাটিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুরের মৃত মছির উদ্দীনের ছেলে।

বিজিবি সূত্র থেকে জানা যায়, নাজির উদ্দীন কর্তিক অবৈধভাবে সীমান্ত পিলার ২০৪/এমপি থেকে প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে বাংলাদেশের ভেতরে চলে আসেন। এই সময় বিওপির নিয়মিত টহল দলের সদস্যরা তাকে দেখতে পান। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পাসপোর্ট বা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে নাজির উদ্দীনকে আটক করা হয়।

বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, নাজির উদ্দীন ১০ দিন আগে অবৈধ উপায়ে বাংলাদেশে প্রবেশ করেন এবং আটকের সময় তার কাছ থেকে ভারতীয় ১০ রুপি ও বাংলাদেশি ২৫০ টাকা পাওয়া যায়। নাজিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।