নাইজেরিয়ায় ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১৮
![]()
নিউজ ডেস্ক
নাইজেরিয়ায় জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় এনুগু রাজ্যে গত শনিবার এই দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
জ্বালানিবাহী ট্যাঙ্কার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িগুলোকে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরণ ঘটে। দেশটির ফেডারেল রোড সেফটি কোরের মুখপাত্র ওলুসেগুন ওগুংবেমাইড এক বিবৃতিতে জানান, রাস্তায় চলার এক পর্যায়ে ট্রাকটি ব্রেক ফেল করে চালক নিয়ন্ত্রণ হারান।
ওলুসেগুন বলেন, ‘বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছে। দুর্ভাগ্যবশত আগুনে পুড়ে নিহতরা এতোটাই দগ্ধ হয়েছেন যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না।’
পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা নতুন না। সাধারণত রাস্তার খারাপ অবস্থা, রক্ষণাবেক্ষণের অভাব ও ত্রুটিপূর্ণ যানবাহনের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।
এক সপ্তাহ আগেও দেশটিতে একই ধরনের দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১০০ জন প্রাণ হারান। এর আগে গত বছরের অক্টোবরে এমন একটি ট্যাঙ্কার দুর্ঘটনায় দেড় শতাধিক মানুষ নিহত হন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।