‘এনজিওগুলো পাহাড়ের সমস্যা জিয়িয়ে রেখে ব্যবসা করতে চায়’
 
                 
নিউজ ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নন গভর্নমেন্ট অরগানাইজেশনগুলো (এনজিও) পাহাড়ের সমস্যা জিয়িয়ে রেখে ব্যবসা করতে চায়। পাহাড় কিংবা সমতল, সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় বিএনপি। একইসাথে দেশের এক ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
আজ রোববার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সমস্যা: উত্তরণে রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় শামসুজ্জামান দুদু বলেন, পাহাড় কিংবা সমতল সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় বিএনপি। পার্বত্য অঞ্চলে এত বছর যা হয়েছে তার পেছনে ক্ষমতালোভীদের হাত ছিল।
তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে। পাহাড়ে ও সমতলে দুই জায়গাতেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রক্তারক্তি করে কোনো সমাধান আসবে না।
বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, সমঅধিকারের প্রশ্নে সকল মানুষ এক, সেই জায়গা পরিষ্কার না হলে সংঘর্ষ তৈরি হবে, যা বিএনপি চায় না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এনজিওর কাজে যুক্ত থেকে পাহাড়ের সমস্যা বৃদ্ধি করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
