মিয়ানমারে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা

মিয়ানমারে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা

মিয়ানমারে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন দেশটির জান্তা সরকারের প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লায়িং। তিনি বলেছেন, চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

২০২১ সালের গোড়ার দিকে মিয়ানমারের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির নেতৃত্বে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী।

এর প্রতিবাদে দক্ষিণ এশিয়ার দেশটিতে গণতন্ত্রের দাবিতে ব্যাপক বিক্ষোভ-আন্দোলন শুরু হয়। কিন্তু সেনাবাহিনী নজিরবিহীন দমনপীড়ন চালায়। এর ফলে শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন জান্তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়। যা সময়ের সঙ্গে সঙ্গে আরও জোরদার হয়েছে।

ক্ষমতা গ্রহণের পর মিন অং হ্লাইং দুই বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেন। কিন্তু তার সরকার জরুরি অবস্থা ঘোষণা করে বারবার তার মেয়াদ বাড়িয়েছে এবং নির্বাচন বিলম্বিত করেছে।

ক্ষমতা দখলের চার বছর পূর্তির একদিন আগে গত ৩১ জানুয়ারি জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ায় জান্তা সরকার। সেই সঙ্গে চলতি বছরের শেষ নাগাদ সাধারণ নির্বাচন আয়োজনের ইঙ্গিত দেয়া হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।