পাহাড়ের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক: শান্তি ও নিরাপত্তায় জোর

নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনরত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যালোচনা ও মূল্যায়নের লক্ষ্যে আনসার ও ভিডিপি-র মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ একাধিক ইউনিট ও ক্যাম্প পরিদর্শন করেছেন।
এই সফরে তিনি বাহিনীর সক্ষমতা, কাঠামোগত চাহিদা ও সদস্যদের মনোবল বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার (২৭ মে ২০২৫) আনসার ও ভিডিপি-র মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ইউনিট, ব্যাটালিয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।
সফরের শুরুতে তিনি রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পর্যটন কেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এরপর তিনি খাগড়াছড়ি জেলার দীঘিনালায় অবস্থিত ১৪ আনসার ব্যাটালিয়নের আওতাধীন ছোটমেরুং সাদ্দাম পোষ্ট আনসার ক্যাম্প পরিদর্শন করেন এবং সদস্যদের অপারেশনাল ও প্রশাসনিক প্রয়োজনীয়তা নিরূপণপূর্বক সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
পরে জামতলী (১৭ এবিএন) ও কুমিল্লাটিলা (৫ এবিএন) আনসার ব্যাটালিয়ন পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নিয়ে মহাপরিচালক হিল আনসার ও ভিডিপি সদস্যদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সফরকালে তিনি একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে গোলাপজাম গাছের চারা রোপণ করেন।
সফরের অংশ হিসেবে তিনি খাগড়াছড়ি চেঙ্গীস্থ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এবং ভিডিপি মৌলিক প্রশিক্ষণের ৪র্থ ধাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বাহিনীর চলমান আধুনিকায়ন ও সংস্কার কার্যক্রম তুলে ধরেন এবং কর্মমুখী দক্ষতা ও নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান। অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার, সেনাবাহিনী ও বিজিবির বিভিন্ন জোন অধিনায়ক, জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন এবং আনসার-ভিডিপি-র পার্বত্য অঞ্চলের সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
সফরকালে বাহিনী প্রধান “সুখী” মোবাইল অ্যাপের মাধ্যমে সদস্যদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” সফর শেষে তিনি বাহিনীর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, “জাতীয় স্বার্থ রক্ষায় আনসার ও ভিডিপি সর্বদা প্রস্তুত।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।