দায়িত্ব নেওয়ার ৪ দিন পরই ইরানের শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
 
                 
নিউজ ডেস্ক
ইরানের যুদ্ধকালীন চিফ অব স্টাফ এবং দেশটির সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার হিসেবে পরিচিত মেজর জেনারেল আলি শাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার (১৭ জুন) এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ‘আকস্মিক সুযোগের মধ্যে তেহরানের কেন্দ্রস্থলে একটি স্টাফড কমান্ড সেন্টারে রাতারাতি হামলায় শাদমানি নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
শাদমানি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম ঘনিষ্ঠজন। এছাড়া ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোর-আইআরজিসি’র খাতাম আল–আনবিয়া সদর দফতরের প্রধান ছিলেন আলী শাদমানি। খাতাম আল–আনিবিয়া আইআরজিসির নির্মাণ ও প্রকৌশল শাখা। এর অধীনে আইআরজিসি ও সাধারণ সেনাবাহিনী উভয়কেই সমন্বয় করা হয়।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
মাত্র চারদিন আগে খাতাম আল-আনবিয়া সদর দফতরের দায়িত্ব নিয়েছিলেন শাদমানি। গত শুক্রবার ইসরায়েলি হামলায় এই দফতরের তৎকালীন প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদ নিহত হন। এরপর শাদমানিকে এই পদে নিয়োগ দিয়েছিলেন খামেনি।
ইসরায়েলের দাবি, শাদমানির নেতৃত্বে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ইউনিটগুলো পরিচালিত হচ্ছিল। দায়িত্ব নেওয়ার মাত্র চার দিনের মাথায় তিনি ইসরায়েলের বিমান হামলায় নিহত হন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
