বিধবা মহিলার সাথে আপত্তিকর অবস্থায় বৌদ্ধ ভান্তে আটক, স্থানীয় বিচারে জরিমানার পর ফের পলাতক দুজন
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চাইলারচর এলাকায় এক বিধবা মহিলাকে নিয়ে চাইলারচর বৌদ্ধ বিহারের ভান্তে শান্তি মারমা (৫০) পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে। শান্তি মারমা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ভোলাছোলাপাড়ার বাসিন্দা ও বিধবা মহিলা লাইপ্র মগিনী (৪০) চাইলারচর এলাকার প্রয়াত মংসাই মারমার স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার ভান্তে শান্তি মারমা ও লাইপ্র মগিনীকে আপত্তিকর অবস্থায় একসাথে আটক করে স্থানীয় এলাকাবাসী। পরদিন ২৯ নভেম্বর শুক্রবার এবিষয়ে সামাজিক ভাবে বিচারে ক্ষমার অযোগ্য অপরাধের দায়ে ভান্তে শান্তি মারমাকে বিশ হাজার টাকা জরিমানা ও ভান্তেদের পবিত্র পোশাক লাল কাপড় খুলে তাকে বিহার থেকে বহিস্কার করা হয়। এরপর গত ৩০ নভেম্বর শনিবার সকালে বিচারকদের কাছে দন্ডিত বিশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকা পরিশোধ করে বিকেলে ফের উক্ত বিধবা মহিলা লাইপ্র মগিনীকে নিয়ে অন্যত্র পালিয়ে যায়।
তবে স্থানীয়দের ধারনা, ভান্তে শান্তি মারমার ছেলে ও পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের মাটিরাঙ্গাস্থ তবলছড়ি এলাকার চাঁদা কালেক্টর উলাপ্র মারমা (৩০) উক্ত বিধবা মহিলা লাইপ্র মগিনীকে অপহরণ করে থাকতে পারে।