ত্রিপুরায় ফের ৮ বাংলাদেশি আটক, সীমান্ত অতিক্রম করে ঢুকেছিলেন কাজের সন্ধানে

ত্রিপুরায় ফের ৮ বাংলাদেশি আটক, সীমান্ত অতিক্রম করে ঢুকেছিলেন কাজের সন্ধানে

ত্রিপুরায় ফের ৮ বাংলাদেশি আটক, সীমান্ত অতিক্রম করে ঢুকেছিলেন কাজের সন্ধানে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের উত্তর ত্রিপুরার চোরাইবাড়ি রেলস্টেশন থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে ত্রিপুরা পুলিশ। শনিবার (৫ জুলাই) বিকেলে সীমান্ত সুরক্ষা বাহিনীর (BSF) গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা রাজশাহী জেলার হাকিমপুর গ্রামের বাসিন্দা। তারা স্বীকার করেছেন, গত ৪ জুলাই কর্মসংস্থানের উদ্দেশ্যে কাঁটাতার পার হয়ে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেন। তাদের মূল গন্তব্য ছিল ভারতের ওড়িশা রাজ্য, যেখানে তারা কাজের সন্ধানে রওনা হয়েছিলেন। সে উদ্দেশ্যেই তারা চোরাইবাড়ি রেলস্টেশনে অবস্থান করছিলেন।

আটকদের বিরুদ্ধে ভারতের ‘পাসপোর্ট আইন’-এর অধীনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। কীভাবে তারা নিরাপত্তা বলয় পেরিয়ে অনুপ্রবেশে সক্ষম হলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, ভারতের ত্রিপুরা সীমান্তঘেঁষা অঞ্চলে অনুপ্রবেশ ও অবৈধ পারাপার নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক এবং চাপানউতোর চলছে। নিয়মিত এ ধরনের অনুপ্রবেশের ঘটনায় সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।