কাশ্মীরের জনগণের সংগ্রামে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা পাকিস্তানের
 
                 
নিউজ ডেস্ক
জম্মু ও কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীনতার সংগ্রামে রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। রবিবার (১৩ জুলাই) কাশ্মীর শহীদ দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এই ঘোষণা দেন। খবর জিও নিউজের।
শাহবাজ শরীফ বলেন, “প্রতি বছর এই দিবসটি ২২ জন কাশ্মীরির প্রতি শ্রদ্ধা জানাতে পালিত হয়, যারা ১৯৩১ সালের ১৩ জুলাই জম্মু ও কাশ্মীরের ডোগরা বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ করার সময় তাদের জীবন উৎসর্গ করেছিলেন। এই দিনটি কাশ্মীরের মুসলমানদের সহজাত দৃঢ়তা, নৃশংস শক্তির বিরুদ্ধে প্রতিরোধ ও অটল মনোবলের প্রতীক হিসেবে কাজ করে।”
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেন, “কাশ্মীরের স্বাধীনতা, মানবাধিকার ও কাশ্মীরিদের অধিকার রক্ষার সংগ্রাম ইতিহাসজুড়ে অব্যাহত রয়েছে। কাশ্মীরের জনগণ আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের জন্য তাদের বৈধ সংগ্রামে জীবন উৎসর্গ করে আসছে এবং এখনও করছে।”
তিনি বলেন, “ভারতের অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান সরকার তার রাজনৈতিক, কূটনৈতিক এবং নৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে।”
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, যুগ যুগ ধরে ভারতীয় দখলদারিত্বে শহীদ হওয়া কাশ্মীরিদের সাহস ও দৃঢ়তাকে সম্মান জানায় পাকিস্তান।
বার্তায় সবশেষে তিনি বলেন, “পাকিস্তান সরকার জাতিসংঘের প্রস্তাব অনুসারে কাশ্মীর সমস্যার সমাধান এবং জম্মু ও কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
