আমিরাতে থাকা আফগান শরণার্থীদের ফেরত পাঠানো শুরু, সহায়তার প্রতিশ্রুতি ট্রাম্পের

আমিরাতে থাকা আফগান শরণার্থীদের ফেরত পাঠানো শুরু, সহায়তার প্রতিশ্রুতি ট্রাম্পের

আমিরাতে থাকা আফগান শরণার্থীদের ফেরত পাঠানো শুরু, সহায়তার প্রতিশ্রুতি ট্রাম্পের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আফগান শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদার আরব আমিরাতের এমন খবরে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, আরব আমিরাত ২০২১ সালে কাবুল থেকে পালিয়ে আসা কয়েক হাজার আফগানকে অস্থায়ীভাবে আশ্রয় দিতে রাজি হয়। একই বছরের আগস্ট মাসে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনা প্রত্যাহারের শেষ পর্যায়ে তালেবানরা পশ্চিমা-সমর্থিত আফগান সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দেয়।

গত কয়েক বছরে প্রায় ১৭ হাজার আফগানকে ‘আমিরাতস হিউম্যানিটারিয়ান সিটি’ নামে আবুধাবির একটি শরণার্থী আশ্রয়কেন্দ্রে রেখে পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে। কিন্তু এখনো সেখানে ৩০ জনের বেশি আফগান অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে আটকে আছেন।

রোববার ‘জাস্ট দ্য নিউজ’ নামের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আরব আমিরাতের কর্মকর্তারা কয়েকজন আফগান শরণার্থীকে তালেবান কর্তৃপক্ষের হাতে তুলে দেয়ার প্রস্তুতি নিচ্ছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ক্যাম্পে হাজির হন আমিরাতের কর্মকর্তারা এবং তাদের জানিয়ে দেন, তাদের বিতাড়নের বা ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

এখবর প্রকাশ্যে আসার পর রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘আমি তাদের রক্ষার চেষ্টা করব, তা এখনই শুরু করছি।’

পোস্টের সঙ্গে আটকা পড়া আফগানদের নিয়ে একটি প্রতিবেদনও শেয়ার করেন ট্রাম্প। তবে কয়েকজনের ব্যাপারে তার ওই প্রতিশ্রুতি হয়তো অনেক দেরি হয়ে গেছে।

ট্রাম্পের দেয়া পোস্ট থেকে বোঝা যায়, আমিরাতের এই পরিকল্পনা সম্পর্কে তিনি অবগত ছিলেন না। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতর, হোয়াইট হাউস ও আমিরাত সরকার কেউই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।