খাগড়াছড়িতে নিরাপত্তাবাহিনীর হাতে অস্ত্রসহ দুই ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসী আটক
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়া এলাকায় অভিযান চালিয়ে প্রসীত পন্থি ইউপিডিএফের দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে নিরাপত্তাবাহিনী। ১৪ ডিসেম্বর শনিবার দুপুরে তাদের আটক করা হয় বলে জানা গেছে।
সূত্র মতে, ইউপিডিএফ (মূল) এর কয়েকজন সন্ত্রাসীরা উক্ত এলাকায় অবৈধভাবে চাঁদা উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সদরের পেরাছড়া নামক এলাকায় খাগড়াছড়ি সদর জোনের (বিজয়ী বাইশ) ক্যাপ্টেন আহসান হাবীব ও ক্যাপ্টেন ফয়সাল মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে পল্লময় ত্রিপুরা (৩০) ও মিতু চাকমা (৩২) নামে প্রসীত পন্থি ইউপিডিএফের দুই সন্ত্রাসীকে আমেরিকার তৈরী ৩.২ এমএম’র দুইটি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড এ্যামোনিশন, ৩টি মোবাইল ফোন, ১টি মোটর সাইকেল, চাঁদা আদায়ের রশিদ বই, মোবাইল নম্বর সম্বলিত নোটবুকসহ আটক করা হয়।
নিরাপত্তাবাহিনী সূত্রে জানা যায়, আটককৃত পল্লময় ত্রিপুরা মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকার সোনাল বিকাশ ত্রিপুরার ছেলে ও মিতু চাকমা পেরাছড়ার অজিত কুমার চাকমার ছেলে। তারা উভয়ই নিজেদের প্রসীত পন্থি ইউপিডিএফের সক্রিয় সদস্য বলে জানিয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে নিরাপত্তাবাহিনী।
এদিকে চিহ্নিত এই চাঁদাবাজদের গ্রেফতারের সংবাদে স্থানীয়দের মধ্যে স্বস্তি লক্ষ্য করা যায় এবং অবৈধ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতারে নিরাপত্তাবাহিনীর চলমান অভিযান অব্যাহত রাখারও অনুরোধ জানায় তারা।
