সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী প্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট, সতর্ক থাকার আহ্বান
![]()
নিউজ ডেস্ক
সম্প্রতি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি-এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভুয়া প্রোফাইল খোলা হয়েছে। এসব প্রোফাইল থেকে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা সাধারণ মানুষের মাঝে ভুল ধারণা সৃষ্টি করতে পারে।
সেনাবাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে, সেনাবাহিনী প্রধানের কোনো ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট নেই এবং ভবিষ্যতেও এ ধরনের অ্যাকাউন্ট পরিচালনার কোনো পরিকল্পনা নেই।
এ পরিস্থিতিতে জনসাধারণ ও গণমাধ্যমকে ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, এ ধরনের বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের সনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, এর আগেও দেশের বিশিষ্ট ব্যক্তিদের নামে ভুয়া প্রোফাইল খুলে বিভ্রান্তি ছড়ানোর ঘটনা ঘটেছে, যা সাইবার অপরাধের আওতায় শাস্তিযোগ্য অপরাধ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।