মেঘালয়ে শুরু হলো ভারত-থাইল্যান্ড যৌথ সামরিক মহড়া ‘মৈত্রী-২০২৫’

মেঘালয়ে শুরু হলো ভারত-থাইল্যান্ড যৌথ সামরিক মহড়া ‘মৈত্রী-২০২৫’

মেঘালয়ে শুরু হলো ভারত-থাইল্যান্ড যৌথ সামরিক মহড়া ‘মৈত্রী-২০২৫’
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতীয় সেনা ও রয়্যাল থাই আর্মির মধ্যে দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘মৈত্রী-২০২৫’ শুরু হয়েছে ভারতের মেঘালয় রাজ্যের উমরোই সেনা প্রশিক্ষণ কেন্দ্রে।

দুই সপ্তাহব্যাপী এ মহড়ায় কোম্পানি-স্তরের সন্ত্রাসবিরোধী অভিযান অনুশীলন করা হবে, বিশেষ করে জাতিসংঘ সনদের অধ্যায়-৭ এর আওতায় সেমি-আরবান এলাকায় পরিচালিত অভিযানের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মহড়াটি চলবে ১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

মঙ্গলবার এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মহড়ার সূচনা হয়। এ মহড়ার সমাপনীতে ৪৮ ঘণ্টাব্যাপী ‘ভ্যালিডেশন এক্সারসাইজ’ অনুষ্ঠিত হবে, যেখানে বাস্তবধর্মী অভিযানের পরিস্থিতি অনুকরণ করে প্রশিক্ষণ দেওয়া হবে।

Indian Army and Royal Thai Army soldiers participate in the joint military exercise ‘MAITREE 2025’ at Foreign Training Node, Umroi Cantt., in Shillong, Meghalaya, Tuesday, Sept. 2, 2025. মেঘালয়ে শুরু হলো ভারত-থাইল্যান্ড যৌথ সামরিক মহড়া ‘মৈত্রী-২০২৫’

এবারের মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর মাদ্রাজ রেজিমেন্টের একটি ব্যাটালিয়নের ১২০ জন সেনাসদস্য অংশ নিচ্ছেন। অপরদিকে রয়্যাল থাই আর্মির পক্ষ থেকে অংশ নিয়েছে ১৪তম ইনফ্যান্ট্রি ব্রিগেডের ১ম ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের ৫৩ সদস্যের একটি দল।

মহড়ায় যৌথ পরিকল্পনা, কৌশলগত মহড়া, বিশেষ অস্ত্র ব্যবহারের দক্ষতা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও হঠাৎ অভিযানের মতো বিষয়ে অনুশীলন হবে। এর মাধ্যমে দুই দেশের সেনাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আন্তঃঅভিযান দক্ষতা ও বোঝাপড়া আরও জোরদার করার লক্ষ্য রাখা হয়েছে।

প্রসঙ্গত, ভারত-থাইল্যান্ডের মধ্যে এ যৌথ মহড়াটি ২০০৬ সালে প্রথম চালু হয়। এর ১৩তম আসর অনুষ্ঠিত হয়েছিল থাইল্যান্ডের তাক প্রদেশের ফোর্ট ভাচিরাপ্রাকানে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।