অরুণাচল প্রদেশে সেনা মোতায়েন পরিস্থিতি পরিদর্শনে ভারতীয় সেনাপ্রধান
![]()
নিউজ ডেস্ক
ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অরুণাচল প্রদেশের লিকাবালি মিলিটারি স্টেশন পরিদর্শন করেছেন। বুধবার তিনি সেখানে মোতায়েন সেনাদের যুদ্ধ প্রস্তুতি ও সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
সেনাপ্রধানকে এ সময় অভ্যন্তরীণ নিরাপত্তা অবস্থা, আধুনিক প্রযুক্তি ব্যবহারের অগ্রগতি, অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় এবং সেনা সদস্যদের দেশগঠনমূলক কার্যক্রম বিষয়ে বিস্তারিত অবহিত করা হয়।

পরিদর্শনকালে জেনারেল দ্বিবেদী দুর্গম পাহাড়ি এলাকায় দায়িত্ব পালনরত সেনাদের নিষ্ঠা ও অঙ্গীকারের প্রশংসা করেন। পাশাপাশি নিরাপত্তা কাঠামোয় আধুনিক সরঞ্জাম সংযোজনের উদ্যোগের জন্য সেনাদের ভূয়সী প্রশংসা জানান।
উল্লেখ্য, সীমান্তবর্তী অরুণাচল প্রদেশে দীর্ঘদিন ধরেই অতিরিক্ত সেনা মোতায়েন রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।