যুদ্ধবিরতি অব্যাহত রাখতে একমত পাকিস্তান ও আফগানিস্তান
 
                 
নিউজ ডেস্ক
সাম্প্রতিক সীমান্ত সংঘাতের পর যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। গত কয়েক সপ্তাহে দুই দেশের সম্পর্কের দ্রুত অবনতি হয়েছিল। তবে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়েছে। খবর ডনের।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, যুদ্ধবিরতির বাস্তবায়নের বিস্তারিত রূপরেখা আগামী ৬ নভেম্বর ইস্তাম্বুলে উচ্চপর্যায়ের বৈঠকে নির্ধারণ করা হবে। ধারণা করা হচ্ছে, সেই বৈঠকে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা উপস্থিত থাকবেন।
বিবৃতিতে বলা হয়, দুই দেশ যুদ্ধবিরতি রক্ষায় একটি মনিটরিং ও যাচাই কাঠামো গড়ে তুলবে, যার মাধ্যমে চুক্তি লঙ্ঘনকারী পক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
এতে আরও বলা হয়েছে, তুরস্ক ও কাতার ভবিষ্যতেও দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে কাজ করবে।
তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘আফগানিস্তান প্রতিবেশী সব দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায়। পাকিস্তানের সঙ্গেও পারস্পরিক সম্মান ও নিরাপত্তা রক্ষার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘তুরস্ক ও কাতার আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তুরস্ক আমাদের পাকিস্তান-ভারত সংঘাতেও প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল—আমরা তাদের মতামতকে শ্রদ্ধা করি।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
