ত্রিপুরায় বাংলাদেশে পাচারের আগে ৩০ লাখ রুপির মালামালসহ তিন চোরাকারবারি গ্রেপ্তার

ত্রিপুরায় বাংলাদেশে পাচারের আগে ৩০ লাখ রুপির মালামালসহ তিন চোরাকারবারি গ্রেপ্তার

ত্রিপুরায় বাংলাদেশে পাচারের আগে ৩০ লাখ রুপির মালামালসহ তিন চোরাকারবারি গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের ত্রিপুরার রাইশ্যাবাড়ি থানার পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা বিশেষ অভিযানে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে প্রস্তুত রাখা প্রায় ৩০ লাখ রুপির মালামালসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।

গোপন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, একটি বড় চালান সীমান্ত পথে পাচারের প্রস্তুতি চলছে—এমন তথ্যের পরই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার তিনজন হলেন: আনন্দারছড়া এলাকার জিবন চাকমা (৪০), নিজা চন্দ্রপাড়ার নয়ন চাকমা (৩৩) এবং নীলাচন্দ্র লালছড়া এলাকার জিবন চাকমা (৩৩)।

জিজ্ঞাসাবাদের পর তাদের কাস্টমস কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারচক্রের নেটওয়ার্ক শনাক্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। চক্রটিতে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ভারতের উত্তর-পূর্ব সীমান্ত জুড়ে সাম্প্রতিক সময়ে চোরাচালানবিরোধী নজরদারি বাড়ানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed