আর্মি অর্ডন্যান্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন: আধুনিক সক্ষমতা বৃদ্ধির ওপর জোর সেনাপ্রধানের
![]()
নিউজ ডেস্ক
গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে (ওসিএন্ডএস) আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
ওসিএন্ডএস প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); জিওসি ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া; কমান্ড্যান্ট, বিওএফ এবং কমান্ড্যান্ট, ওসিএন্ডএস অভ্যর্থনা জানান।

বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান আর্মি অর্ডন্যান্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশের সেবা ও লজিস্টিকস সহায়তায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
তিনি বলেন, একবিংশ শতাব্দীর জটিল নিরাপত্তা বাস্তবতায় অর্ডন্যান্স কোরকে আধুনিক, দক্ষ এবং প্রযুক্তি–সমৃদ্ধ একটি শক্তি হিসেবে গড়ে তুলতে হবে। এর জন্য নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারিত্বের পাশাপাশি যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
সেনাবাহিনী প্রধান আরও বলেন, অপারেশনাল সক্ষমতায় অর্ডন্যান্স কোরের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে কর্মকর্তাদের আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে। মতবিনিময় পর্বে তিনি কোরের সার্বিক উন্নয়ন, নতুন প্রযুক্তি সংযোজন, রক্ষণাবেক্ষণ ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে জিওসি, আর্টডক; জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া; কমান্ড্যান্ট, বিওএফ; এজি; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা; কমান্ড্যান্ট, ওসিএন্ডএস; আর্মি অর্ডন্যান্স কোরের সকল ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আর্মি অর্ডন্যান্স কোর সেনাবাহিনীর লজিস্টিকস ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে, যার ধারাবাহিকতায় এই বাৎসরিক সম্মেলন গুরুত্ববহ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।