নাইক্ষ্যংছড়িতে মাদক ও অস্ত্র পাচারের সঙ্গে জড়িত মিয়ানমার নাগরিক আটক

নাইক্ষ্যংছড়িতে মাদক ও অস্ত্র পাচারের সঙ্গে জড়িত মিয়ানমার নাগরিক আটক

নাইক্ষ্যংছড়িতে মাদক ও অস্ত্র পাচারের সঙ্গে জড়িত মিয়ানমার নাগরিক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি এলাকা থেকে মাদক ও অস্ত্র পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুনিঅং তঞ্চঙ্গ্যা (২৫) নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে তাকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।

রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের মাদক ও অস্ত্র পাচার করে আসছে। আটক সুনিঅং তঞ্চঙ্গ্যা সেই চক্রের সক্রিয় সদস্য বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচার চক্রের কার্যক্রম ও তাদের নেটওয়ার্ক সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টদের শনাক্তে আরও অভিযান পরিচালনা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed