অবরোধের ঘোষণা চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের

অবরোধের ঘোষণা চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের

অবরোধের ঘোষণা চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিদেশি প্রতিষ্ঠানকে সিসিটি ও এনসিটির দায়িত্ব দেওয়ার প্রতিবাদে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ’।

শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমী বলেন, ‘সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বড়পোল, আগ্রাবাদ ও সিম্যান্স হোস্টেল এলাকায় শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালন করা হবে।’ তিনি উসকানিমূলক কার্যক্রম এড়িয়ে চলার আহ্বান জানান।

হাসান মারুফ রুমী আরও বলেন, ‘চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির লাইফলাইন। সরকারের উচিত দুর্নীতি নিরীক্ষা করা, তারপর সংস্কার ও পরিচালনা নিশ্চিত করা। বিদেশি প্রতিষ্ঠানকে সিসিটি ও এনসিটি হস্তান্তরের আমরা স্পষ্ট বিরোধিতা করি। লালদিয়া কনটেইনার টার্মিনালে সম্ভাব্য ৫ হাজার ৪০০ কোটি টাকার বিনিয়োগের প্রায় ২ হাজার কোটি টাকা দেশেই যাবে না।’

তিনি উল্লেখ করেন, ‘বন্দরের দুটি স্থাপনার চুক্তি দুরভিসন্ধিমূলক। দেশের সম্পদ বিষয়ে জনগণের জানার অধিকার রয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে উল্লেখ আছে।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিভাগীয় শ্রমিক দলের সদস্য মো. হুমায়ুন কবীর।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *