সার্বভৌমত্বের প্রতি হুমকি দূর না করা পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ড
![]()
নিউজ ডেস্ক
কম্বোডিয়ায় বিমান হামলা চালানোর পর থাইল্যান্ড জানিয়েছে, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি হুমকি দূর না করা পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় লড়াই চলবে।
সোমবার (৮ ডিসেম্বর) থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিভাগের মহাপরিচালক নিকোরন্দেজ বালানকুরা বলেন, ‘যতক্ষণ পর্যন্ত থাইল্যান্ডের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি রয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত লড়াই চলতে থাকবে।’
তিনি বলেন, ‘কম্বোডিয়া তাদের অবস্থান পরিবর্তন করে শান্তির পথে না যাওয়া পর্যন্ত যুদ্ধবিরতি পরিচালনাসহ থাইল্যান্ডের অবস্থান অপরিবর্তিত থাকবে। কম্বোডিয়াই যুদ্ধবিরতি চুক্তি এবং অক্টোবরে স্বাক্ষরিত আমাদের যৌথ ঘোষণা লঙ্ঘন করেছে।’
থাই কর্মকর্তা আরও বলেন, ‘আমি উল্লেখ করতে চাই যে, আমাদের সামরিক অভিযানগুলো আত্মরক্ষার জন্য যুদ্ধের নিয়ম অনুসারে পরিচালিত হয়। থাই বিমান বাহিনীর সমস্ত অভিযান সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ এবং সর্বোচ্চ মনোযোগ দেওয়া হয়েছিল যাতে বেসামরিক জনগণ ক্ষতিগ্রস্ত না হয়।’
এর আগে আজ ভোরে থাই বাহিনী দাবি করে, কম্বোডিয়ান বাহিনী স্থানীয় সময় ভোর ৫টা থেকে থাইল্যান্ডের সীমান্তের অবস্থানগুলোতে গোলাবর্ষণ করছে। এরপর বিমান বাহিনী কম্বোডিয়ার সামরিক অবকাঠামোতে আক্রমণ করে।
সেই সঙ্গে থাই স্থল বাহিনী জানিয়েছে, কম্বোডিয়া ‘বিএম-১২’ মাল্টিপল রকেট লঞ্চার থেকে থাই ভূখণ্ডে গোলা ছুড়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।