এক সপ্তাহ ‘শক্তিশালী ভূমিকম্পের’ সতর্কতা জারি করল জাপান
![]()
নিউজ ডেস্ক
জাপানের উত্তর উপকূলে স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) রাতে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। এই ভূমিকম্পের পর ‘এক সপ্তাহের জন্য শক্তিশালী ভূমিকম্প’ সম্পর্কে সতর্ক করেছে জাপান।
সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, বড় ঝুঁকির মধ্যেই এই প্রথম জাপান হোক্কাইদো-সানরিকু উপকূলীয় ভূমিকম্পের সতর্কতা জারি করল।
সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে রেকর্ড করা ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করে টোকিও। মানুষকে নিরাপদ আশ্রয় নেয়ার আহ্বান জানানো হলেও, পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, উত্তর আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে ৫৩.১ কিলোমিটার (প্রায় ৩৩ মাইল) গভীরতায় ভূমিকম্পটি পরিমাপ করা হয়েছিল। শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ৫.৫ এবং ৫.০ মাত্রার কম্পন অনুভূত হয়েছে।
কিয়োদো নিউজের তথ্যানুযায়ী, জাপানের আবহাওয়া সংস্থা প্রথমে এই ভূমিকম্পের মাত্রা ৭.২ ও পরে ৭.৬ বললেও, সবশেষে তা ৭.৫ নির্ধারণ করে।
প্রাথমিকভাবে আওমোরি, ইওয়াতে, হোক্কাইদোর মধ্য প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং মিয়াগি, ফুকুশিমা ও হোক্কাইদোর পশ্চিম ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় উপকূলের জন্য সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।
ইওয়াতে ৭০ সেন্টিমিটার (২৭.৫ ইঞ্চি), হোক্কাইদোতে ৫০ সেন্টিমিটার (১৯.৬ ইঞ্চি) এবং আওমোরিতে ৪০ সেন্টিমিটার (১৫.৭ ইঞ্চি) পর্যন্ত ঢেউ দেখা গেছে বলে উল্লেখ করা হয়েছে আনাদোলুর প্রতিবেদনে।
শক্তিশালী এই ভূমিকম্পে বিভিন্ন স্থানে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটেছে বিদ্যুৎ বিভ্রাট ও আগুন লাগার মতো ঘটনাও। যদিও আগুনের ঘটনা ভূমিকম্প-সংশ্লিষ্ট কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি, যেখানে কমপক্ষে প্রতি পাঁচ মিনিটে একটি কম্পন অনুভূত হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।