নিজেদের পারমাণবিক স্থাপনার তালিকা একে অপরকে হস্তান্তর করল ভারত-পাকিস্তান
![]()
নিউজ ডেস্ক
নিজেদের পারমাণবিক স্থাপনার তালিকা একে অপরকে হস্তান্তর করেছে ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাবি এ তথ্য জানিয়েছেন।
তাহির হুসেন বলেন, পাকিস্তানের পারমাণবিক স্থাপনার তালিকা আনুষ্ঠানিকভাবে ভারতীয় হাইকোর্টের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতও তাদের পারমাণবিক স্থাপনার তালিকা হস্তান্তর করেছে।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, পারমাণবিক স্থাপনা আক্রমণ নিষিদ্ধ করার একটি বিশেষ চুক্তির অধীনে পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করেছে ভারত ও পাকিস্তান।
ইসলামাবাদে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে আন্দ্রাবি বলেন, ‘১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর পারমাণবিক স্থাপনা ও সুযোগ-সুবিধার বিরুদ্ধে আক্রমণ নিষিদ্ধকরণ সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তিটি স্বাক্ষরিত হয়।’ উভয় দেশ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে একে অপরের হেফাজতে থাকা বন্দিদের তালিকাও বিনিময় করেছে বলে জানান তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।