মণিপুরে ২৭টি দেশীয় বোমা নিষ্ক্রিয়, নিষিদ্ধ সংগঠনের এক সদস্য গ্রেফতার

মণিপুরে ২৭টি দেশীয় বোমা নিষ্ক্রিয়, নিষিদ্ধ সংগঠনের এক সদস্য গ্রেফতার

মণিপুরে ২৭টি দেশীয় বোমা নিষ্ক্রিয়, নিষিদ্ধ সংগঠনের এক সদস্য গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যের ইম্ফল পূর্ব জেলায় নিরাপত্তা বাহিনী সফলভাবে ২৭টি দেশীয় তৈরি বোমা নিষ্ক্রিয় করেছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, থৌবাল ড্যাম থানার আওতাধীন মংলহাম গ্রাম এলাকার নিকটবর্তী স্থান থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে বোমা নিষ্ক্রিয়কারী দল (বম্ব ডিসপোজাল স্কোয়াড) নিরাপদ স্থানে বিস্ফোরকগুলো ধ্বংস করে। এতে বড় ধরনের প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কর্তৃপক্ষ বলছে, এই অভিযান রাজ্যে নিরাপত্তা জোরদার করার অংশ এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর চলমান প্রচেষ্টারই প্রতিফলন। উদ্ধারকৃত বিস্ফোরকের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে একই দিনে পৃথক আরেকটি অভিযানে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন কাংলেই ইয়াওল কান্না লুপ (কেওয়াইকেএল)–এর একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। গ্রেফতার ব্যক্তি হলেন টেকচাম মানি মেইতেই ওরফে জ্যাকব (৫১)। তিনি থৌবাল জেলার ওয়াংজিং ওয়াংখেই এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ইম্ফল পূর্ব জেলার ওয়াংখেই নিংথেম পুখরি মাপাল, লেন নম্বর–৫ এলাকায় অবস্থান করছিলেন।

নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বর্তমান বাসস্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি কম্পিউটার কিবোর্ড, একটি মোবাইল ফোন এবং একটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা।

নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির অন্যান্য সংশ্লিষ্টতা ও সম্ভাব্য নেটওয়ার্ক শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে রাজ্যে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন যেকোনো সম্ভাব্য হুমকি প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *