ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ১০ - Southeast Asia Journal

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ১০

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১০ জনকে আটক করেছে বিজিবি। ২১ অক্টোবর বুধবার ভোর রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি’র ৫৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল কামরুল আহসান জানান, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সংবাদে পেয়ে শ্যামকুড় ও যাদবপুর সীমান্তে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে ওই এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়। আটকৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী ও ১ জন শিশু রয়েছে। তারা নিজেদের বাংলাদেশি দাবি করেছে।

তিনি জানান, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের পূর্বক তাদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।