খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে র‌্যাব’র অভিযানে অবৈধ গাঁজা ক্ষেত ধ্বংস, আটক ১ - Southeast Asia Journal

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে র‌্যাব’র অভিযানে অবৈধ গাঁজা ক্ষেত ধ্বংস, আটক ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় অভিযান চালিয়ে দুর্গম পাহাড়ে অবৈধ গাঁজা ক্ষেত ধ্বংস করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) এর সদস্যরা। গত ২০ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ইন্দ্রসিং কার্বারী পাড়ায় অভিযান চালিয়ে গাঁজা ক্ষেত ধ্বংস করার পাশাপাশি একজনকে আটকও করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ লক্ষ্মীছড়ি উপজেলা দুর্গম পাহাড়ে এ অভিযান চালায়। র‌্যাব-৭ এর একটি বিশেষ টীম গাঁজা ক্ষেতের সন্ধান পেয়ে মঙ্গলবার রাতে উপজেলা সদর থেকে ১৫কিলোমিটার দুরে ইন্দ্রসিং কার্বারী পাড়ায় অভিযান চালায়। অভিযানে একটি গাঁজা ক্ষেতে ৯২টি গাঁজা গাছ শনাক্ত করে তা ধ্বংস করে র‌্যাব সদস্যরা। এসময় গাঁজা ক্ষেতের মালিক পালিয়ে গেলেও জুসি চাকমা(১৯) নামের একজনকে আটক করা হয়।

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাঁজা চাষের নমূনাসহ ২১ অক্টোবর একজন আসামীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব-৭। এ ব্যাপারে লক্ষ্মীছড়ি থানায় মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে ২২ অক্টোবর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।