রাঙামাটিতে সেনা অভিযানে বন্য প্রাণী তক্ষকসহ আটক ৭ - Southeast Asia Journal

রাঙামাটিতে সেনা অভিযানে বন্য প্রাণী তক্ষকসহ আটক ৭

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার রাজবন বিহারের ক্যান্টিনে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ বন্য প্রাণী তক্ষকসহ একই সিন্ডিকেটের ৭ ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে রাজবন বিহারের ক্যান্টিন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাঙামাটির বিহারপুর এলাকার নকল চন্দ্র চাকমার ছেলে হীরো চাকমা (২৬), শুভাধন চাকমার ছেলে নির্মল চাকমা (১৯), জ্ঞানো চাকমার ছেলে সুজয় চাকমা (২৮), ওমর চাকমার ছেলে শান্তিজয় চাকমা (২৬), পিরোজপুর জেলার নেছারাবাদ থানার রুদ্রপুর এলাকার মৃত মঈন উদ্দিন আহম্মেদের ছেলে হাসানুজ্জামান (৪২), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বৈরচুনা গ্রামের মনজুর আলীর ছেলে নাজমুল আলী (৩৩) ও একই এলাকার মৃত শাহব উদ্দিনের ছেলে মজিবর রহমান (৩২)।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি রাজবন বিহারের ক্যান্টিনে অভিযান চালিয়ে বন্য প্রাণী তক্ষক পাচারকারী সিন্ডিকেটের সাথে জড়িত চার জন উপজাতি ও ঢাকা থেকে আগত তিন জন বাঙ্গালী ব্যবসায়ীকে একটি তক্ষকের মাপ নেওয়ার সময় হাতেনাতে আটক করে রাঙামাটি কোতয়ালী থানায় সংবাদ দেয় সেনাবাহিনীর সদস্যরা। পরে ঘটনাস্থলে পুলিশ এসে উক্ত সিন্ডিকেটের নিকট থেকে চারটি বিভিন্ন সাইজের টক্কর, একটি তক্ষক মাপার ডিজিটাল মেশিন, ফিতা এবং স্কেল উদ্ধার করে। আটককৃতদেরকে প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা যায়, বিহারপুর এলাকার পিচ্চি হান্নান ওরফে কান্তি চাকমা এবং রির্জাভ বাজার এলাকার আবুল কাসেম এর নির্দেশে তারা অবৈধ ভাবে তক্ষক ক্রয়-বিক্রয় করতেন এবং গত ২৩ আগষ্ট পিচ্চি হান্নান ওরফে কান্তি চাকমা এবং আবুল কাসেম এর নেতৃত্বে রাজবন বিহার এলাকায় ঢাকা থেকে আগত তিন জন অজ্ঞাত তক্ষক ব্যবসায়ীকে মারধর করে বেশকিছু টাকা ছিনতাই করে তারা। পরে ঘটনাস্থল থেকে রাঙ্গামাটি সদর থানা পুলিশ আটককৃত ব্যবসায়ীদেকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে যায়।

রাঙামাটি সদর থানা পুলিশ আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপুর্বক তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।