রাঙামাটির কাপ্তাইয়ে উপজাতি ব্যক্তির লাশ উদ্ধার - Southeast Asia Journal

রাঙামাটির কাপ্তাইয়ে উপজাতি ব্যক্তির লাশ উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে বিরলাল চাকমা (৫৫) নামের এক উপজাতি ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি মুসলিমপাড়ার বনফুল রেস্টহাউজের সামনে সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং ব্যাঙছড়ি মুসলিমপাড়ায় বনফুল রেস্টহাউজের সামনে সড়কের পাশে বিরলাল চাকমার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যায়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে লাশের সুরতহাল করা হয়। শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। তাই ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠনো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।