আগামী ২৮ ডিসেম্বর দেশের ২৫টি পৌরসভায় ভোটগ্রহন - Southeast Asia Journal

আগামী ২৮ ডিসেম্বর দেশের ২৫টি পৌরসভায় ভোটগ্রহন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রথম ধাপে দেশের ২৫টি পৌরসভায় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। আজ রবিবার (২২ নভেম্বর) বিকালে এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। প্রথম ধাপে ২৫ পৌরসভায় ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সব পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে।