সারাদেশে যৌথ অভিযানে আটক ১৪৯: অস্ত্র, বিস্ফোরক ও মাদক উদ্ধার

সারাদেশে যৌথ অভিযানে আটক ১৪৯: অস্ত্র, বিস্ফোরক ও মাদক উদ্ধার

সারাদেশে যৌথ অভিযানে আটক ১৪৯: অস্ত্র, বিস্ফোরক ও মাদক উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্বের সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক যৌথ অভিযান চালায়।

এ সময় শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তসহ মোট ১৪৯ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের নিকট হতে ১৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৮টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ১৭টি কার্তুজ, ৪.৬২ কেজি বিস্ফোরক, দেশি-বিদেশি মাদকদ্রব্য, বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, একটি প্রাইভেটকার, মোটরসাইকেল ও সিএনজি উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী।

এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে অগ্নি নির্বাপণে সহায়তা এবং শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী সরাসরি ভূমিকা রেখে চলেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, নিরাপত্তা কার্যক্রম ও নজরদারি অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সারাদেশে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে নিকটস্থ সেনা ক্যাম্প বা কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *