ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে র্যাবের হাতে ২ নাইজেরিয়ান আটক
 
নিউজ ডেস্ক
সিলেটের জাফলং সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের লক্ষ্যে সিলেটের সীমানা পার হওয়ার আগেই র্যাবের হাতে আটক হয়েছে নাইজেরিয়ান দুই নাগরিক। গতকাল রবিবার (২২ নভেম্বর) ওই দুই নাইজেরিয়ানকে আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৯।
র্যাব জানায়, গত শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টায় শহরতলীর বটেশ্বর এলাকা থেকে দুই নাইজেরিয়ানকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ভুয়া ভিসা সংযুক্ত একটি পাসপোর্ট, ১টি বিমান টিকেট, ১টি ড্রাইভিং লাইসেন্স, ৪ হাজার ৩২০ ভারতীয় রুপি, ১ হাজার ৩০০ বাংলাদেশি টাকা, ২টি মোবাইল ও ২টি সিম উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর অপারেশন কামান্ডার মো. কামরুজ্জামান জানান, আটক দুই নাইজেরিয়ান নাগরিককে ‘ফরেনার অ্যাক্ট’ আইনে মামলা দায়েরপূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা কী উদ্দেশ্যে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলো তা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়নি।
