টেকনাফের নাফনদী থেকে ৬০ হাজার ইয়াবাসহ বিজিবির হাতে এক রোহিঙ্গা আটক
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজার জেলার টেকনাফের নাফনদীর জালিয়ারদ্বীপ অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ৭টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির বিশেষ একটি টহলদল মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান এনে মজুদের সংবাদ পেয়ে নাফনদীর জালিয়ারদ্বীপে অভিযানে যায়। এসময় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে একটি ইয়াবার বস্তাসহ উখিয়া কুতুপালং ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক নং-এ/৯ এর ২৮৮৫৭৫নং শেডের বাসিন্দা মোঃ রফিকেরর ছেলে মোঃ জোবায়ের (৩২)-কে আটক করতে সক্ষম হয়।
লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, আটক হওয়ার পূর্বে মিয়ানমার হতে মাদকের চালান নিয়ে নাফনদী সাতাঁর কেটে এই দ্বীপে অবস্থান নেন বলে স্বীকার করেন মোঃ জোবায়ের। উদ্ধার ইয়াবাসহ আটক রোহিঙ্গা মাদক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।