টেকনাফে গাড়ির সিটে বেল্টের নিচ থেকে ১৯ হাজার ইয়াবা জব্দ
 
নিউজ ডেস্ক
টেকনাফ পৌরসভার পাওয়ার হাউজের পূর্ব দিকে কায়ুকখালীপাড়া সড়কে পাশে অবস্থানরত একটি মাইক্রোবাস থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়েছে। গত ১৭ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি।
লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে (আজ) গতকাল বিকেলে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে টেকনাফ পাওয়ার হাউজের পূর্ব দিকে কায়ুকখালীপাড়ার সড়কের পাশে অবস্থানরত একটি মাইক্রোবাস স্থানীয় জনসাধারণের সম্মূখে তল্লাশি করা হয় এবং গাড়ির সিটে বেল্টের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা পলিথিন ব্যাগের ভিতরে থাকা ১৮ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। উক্ত অভিযানে গাড়ির চালক না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ইয়াবা ও মাইক্রোবাসটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
