বান্দরবানে ৬ রিসোর্টকে সাত লাখেরও বেশি জরিমানা

বান্দরবানে ৬ রিসোর্টকে সাত লাখেরও বেশি জরিমানা

বান্দরবানে ৬ রিসোর্টকে সাত লাখেরও বেশি জরিমানা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ব্যতিরেকে প্রতিষ্ঠান পরিচালনা ও পাহাড় কাটায় বান্দরবান সদরের গ্রীনপিক রিসোর্টসহ ৬ টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বান্দরবান পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম।

তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বান্দরবানে বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশের ছাড়পত্র ব্যতিরকে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে এবং পরিবেশের ক্ষতি সাধন করে নির্বিচারে পাহাড় কাটছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় দেখা যায়, বান্দরবান জেলা সদরের গ্রীণপিক রিসোর্টসহ জেলার বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছে এবং এক ব্যক্তি পাহাড় কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।

পরিবেশ অধিদফতরের আইন অনুযায়ী ৬টি প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে মোট ৭ লাখ ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। অনুমোদন ছাড়া পাহাড় কাটা এবং পরিবেশ ধ্বংসের যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদফতরের এই কর্মকর্তা।

যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানার আওতায় আনা হয়েছে, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে পাহাড় কাটায় জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে ২ লাখ ৭০ হাজার টাকা, পরিবেশগত ছাড়পত্র ব্যতিরেকে প্রতিষ্ঠান পরিচালনা করায় জেলা সদরের গ্রীন পিক রিসোর্ট কে ৪ লাখ টাকা, বালাঘাটা কৃষাণঘর এগ্রো প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা, নাইক্ষ্যংছড়ি ছবির করাত কল প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, লামা উপজেলার জিয়াবুল হক অটো রাইস মিলকে ১০ হাজার টাকা এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার করাত কলের ফলের মালিক ফরিদুল আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *