লংগদু সেনা জোনের অভিযানে দিঘীনালায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

লংগদু সেনা জোনের অভিযানে দিঘীনালায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

লংগদু সেনা জোনের অভিযানে দিঘীনালায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু সেনা জোনের পরিচালিত সফল অভিযানে খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার চৌধুরীপাড়া এলাকায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে এবং জোন অধিনায়কের নির্দেশনায় সেনাবাহিনীর একটি বিশেষ টহলদল বৃহস্পতিবার বিকেলে চৌধুরীপাড়া-দিঘীনালা রুটে এ অভিযান পরিচালনা করে।

প্রাপ্ত তথ্য অনুসারে জানা যায়, অবৈধ সিগারেটবাহী একটি চোরাকারবারী দল ‘মনের মানুষ’ সংলগ্ন রোড দিয়ে পাচারের চেষ্টা করছিল। অভিযানের সময় টহলদল দুটি ভাগে বিভক্ত হয়ে পৃথক দিক থেকে এগিয়ে গেলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দ্রুত দিক পরিবর্তন করে চৌধুরীপাড়া রোডে প্রবেশ করতে থাকে। তবে আনুমানিক বিকেল তিনটার দিকে সেনা টহলদল কাছে পৌঁছালে চোরাকারবারীরা বিপুল পরিমাণ বস্তাবন্দী সিগারেট ফেলে পার্শ্ববর্তী পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়।

পরবর্তীতে সেনা টহলদল ঘটনাস্থল তল্লাশি করে ফেলে যাওয়া বস্তা থেকে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় সিগারেট উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব সিগারেট স্থানীয় বাজারসহ খাগড়াছড়ি ও আশপাশের এলাকায় চোরাচালানের মাধ্যমে সরবরাহের উদ্দেশ্য ছিল।

চোরাকারবারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্তকরণ ও গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। এ ছাড়া পুরো এলাকা সেনাবাহিনীর কঠোর নজরদারির আওতায় রয়েছে।

প্রসঙ্গত, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার, অস্ত্র ও অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে লংগদু জোনের নেতৃত্বে সেনাবাহিনীর এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *