খাগড়াছড়িতে গাঁজাসহ ইউপিডিএফ (প্রসীত) সমর্থিত পিসিপি সভাপতি আটক
 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ (প্রসীত) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের দীঘিনালা উপজেলা শাখার সভাপতি অনন্ত চাকমাকে ৯শ গ্রাম গাঁজাসহ আটক করেছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা।
গত ২৩ জানুয়ারি (শনিবার) মোটরসাইকেল যোগে উপজেলার বাবুছড়া পুরাতন বাজার হতে উদাল বাগান (খামারপাড়া) যাওয়ার পথে নিরাপত্তাবাহিনী কর্তৃক ৯শত গ্রাম গাঁজাসহ আটক হয় সে। আটককৃত অনন্ত চাকমা (২০) উপজেলার ৩নং কবাখালী ইউনিয়নের কৃপাপুর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা রিপন জ্যোতি চাকমার ছেলে। আটকের পর নিরাপত্তা বাহিনী তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯শত গ্রাম গাঁজা, ২টি মোবাইল ও ৩টি চার্জার জব্দ করে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটকৃকত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক তাকে আদালতের মাধ্যমে জেল হাজত প্রেরণ করা হয়েছে।
